ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রতিপক্ষের মারধরে এক বৃদ্ধ নিহত
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে ইমান আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে ইমান আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সকালে উপজেলার চৌদা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, অনেকদিন ধরেই পাশের বাড়ি নাজমুল গ্রুপের সঙ্গে একটি ড্রেনের পানি জমে থাকা নিয়ে বিরোধ চলছিল ইমান আলী গ্রুপের। গত দু’দিনের বৃষ্টিতে পানি জমাকে কেন্দ্র করে সকালে আবার দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এসময় নাজমুল গ্রুপের লোকজন এলোপাথারিভাবে ইমান আলীকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 
																			 
																		















