ময়মনসিংহের নান্দাইল, কুমিল্লার লাকসাম ও দিনাজপুরের হিলি হানাদারমুক্ত দিবস আজ

- আপডেট সময় : ০২:০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয় ময়মনসিংহের নান্দাইল, কুমিল্লার লাকসাম ও দিনাজপুরের হিলি।
ময়মনসিংহের নান্দাইল মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয় নান্দাইল উপজেলা। একাত্তরের ১০ ডিসেম্বর রাতে মুজিব বাহিনীর সদস্য এন. এম. এম. ফারুকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নান্দাইল থানার উত্তর দিক খোলা রেখে তিন দিক ঘিরে ফেলে। আত্মসমর্পণ না করলে মুক্তিযোদ্ধারা ঝটিকা আক্রমণ করবে বলে ঘোষণা করলে পাকবাহিনীসহ রাজাকার ও আলবদরের একটি দল আঠারোবাড়ির দিকে পালিয়ে যায়। ভোর হতে না হতেই এ খবর ছড়িয়ে পড়লে নান্দাইলের সর্বত্র ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে জনতার ঢল নামে।
আজ ১১ ডিসেম্বর কুমিল্লা জেলার সাবেক বৃহত্তর লাকসাম উপজেলা ও বর্তমান লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও সদর দক্ষিণের একাংশ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে লাকসাম হাইস্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ভুঁইয়ার প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ অঞ্চলকে শত্রুমুক্ত ঘোষণা করেন স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধারা। দিনটি উপলক্ষে
লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রতি বছরের ন্যায় আজও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করছে।
আজ দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলি মুক্ত দিবস। পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন,হত্যাযজ্ঞ আর সম্ভ্রমহানির ঘটনা, স্বরণ করিয়ে দেয় সেই ১৯৭১‘ সাল ১৯৭১ সালে ভয়াল দিনের কথা। আজকের এই দিনে পাক হানাদার বাহিনী পিছু হটলে হিলি শক্র মুক্ত হয়েছিলো।