ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে জেএমবি’র সক্রিয় সদস্যকে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে জেএমবি’র সক্রিয় সদস্যকে আটক করেছে রেব।
রেব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ জানিয়েছেন, গৌরীপুর উপজেলার কলতাপাড়া চুড়ালীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জঙ্গি সংগঠনের জন্য কৌশলে বিভিন্ন এলাকা থেকে সদস্য সংগ্রহের কাজ করছিলো জেএমবি সদস্য আরাফাত। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনায় নাশকতা ও হামলা করার জন্য ওই এলাকায় অবস্থান করছিল। তার বিরুদ্ধে গৌরিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।