ময়মনসিংহের খলিলুর রহমানসহ ১০ আসামীর মামলার রায় ১১ ফেব্রুয়ারি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের খলিলুর রহমানসহ ১০ আসামীর মামলার রায় ১১ ফেব্রুয়ারি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ সেদিন এই রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনূর ইসলাম রায়ের সম্পর্কে জানান। ময়মনসিংহ ৭ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি এম এ হান্নানের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। রাষ্ট্রপক্ষের দাবী, প্রতিমন্ত্রীর এই সাক্ষ্য হান্নানসহ বাকী আসামীদের অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ দেয়া হয়েছে ২৫ মার্চ। একাত্তরে ধর্ষণ হত্যাসহ একাধিক অপরাধে ২০১৫ সালে হান্নানসহ এই মামলার আরও তিন রাজাকার মিজানুর রহমান মিন্টু ডা. খোন্দকার গোলাম সাব্বির ও হুরমুজ আলী কে গ্রেফতার করা হয়।