ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাসব্যাপী ফ্রি হাট কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “মুক্তির বন্ধন”

- আপডেট সময় : ০৮:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনাকালে নিম্ন আয়ের মানুষের সহযোগিতার জন্য ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাসব্যাপী ফ্রি হাট কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “মুক্তির বন্ধন”। পহেলা রমজান থেকে এই হাটের কার্যক্রম শুরু হয়েছে। সপ্তাহে একদিন হাট থেকে দরিদ্র মানুষের হাতে বিনামূল্যে বাজার তুলে দেয়া হচ্ছে। এমন কার্যক্রমে খুশি স্থানীয়রা।
করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি এলাকায় শুরু হয়েছে ফ্রি হাট কর্মসূচি। মাসব্যাপী হাটের প্রথম তিন দিনে প্রায় দেড় হাজার মানুষকে বিনামূল্যে সবজি, মাছ এবং খেজুর দেয়া হয়েছে। এছাড়া, পহেলা বৈশাখে শিশুদের হাতে তুলে দেয়া হয়েছে ঘুড়ি, খেলনা ও বেলুন। ব্যাগ ভর্তি বাজার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।
বিত্তবানদের সহযোগিতা ও সংগঠনের সদস্যদের চাঁদায় দ্বিতীয় বছরের মতো এ কার্যক্রম চলছে বলে জানায়, আয়োজকরা।
উদ্যোগী ফাউন্ডেশনকে সহযোগিতা করছে স্থানীয় জনপ্রতিনিধিরাও। রমজান মাসজুড়ে চলবে এই ফ্রি হাট। ঈদে হাজার খানেক ছিন্নমূল পরিবারের শিশু এবং বয়স্কদের নতুন পোশাক দেয়ার পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।