ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নুরুল হক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ১৭৫০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নুরুল হক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সকালে উপজেলার বাঁধাটি গ্রামের রাস্তার দু’পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আবুল হাশেম মেম্বারের নেতৃত্বে এলাকার কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেন। এসময় তারা নুরুল হক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। গত ২৯ এপ্রিল ধান কাটাকে কেন্দ্র করে মারুয়াখালী গ্রামের হাসিমউদ্দিন গংরা বাঁধাটি গ্রামের নুরুলকে হত্যা করে। এ সময় ৩০টি বাড়িতে লুটপাট ও ভাঙচুর চালানো হয়।























