ম্যানচেস্টার ডার্বিতে আবারো হাসলো ইউনাইটেড; সিটিকে ২-০ গোলে হারিয়ে

- আপডেট সময় : ০৭:২৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ম্যানচেস্টার ডার্বিতে আবারো হাসলো ইউনাইটেড। সিটিকে ২-০ গোলে হারিয়ে। এ নিয়ে প্রিমিয়ার লিগে ম্যানইউ’র কাছে টানা তিন ম্যাচে হারলো সিটিজেনরা। এদিকে, স্প্যানিশ লিগে অঘটনের শিকার রিয়াল মাদ্রিদ।রিয়াল বেটিসের কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠা হলোনা লস ব্লাঙ্কোদের। আর ইতালিয়ান লিগে ফাকা গ্যালারিতে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান পূর্নরুদ্ধার করেছে জুভেন্টাস।
ম্যানচেস্টার ডার্বি। ঐতিহ্যে আর মর্যাদার লড়াই। আগের পর্বে ম্যানচেস্টার সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। তাই ওল্ড ট্রাফোর্ডে এবার নির্ভার সোলশায়ার বাহিনী। সেই নির্ভরতার ফল আসে ম্যাচের ৩০ মিনিটে। অ্যান্থনি মার্শিয়ালের গোলে।
২-০ গোলের জয়ে যতটা না অবদান ছিলো মার্শিয়াল-ম্যাকটোমিনের। তার চেয়েও বেশি ভুল ছিলো সিটি গোল রক্ষকের। এমন ভুলে ম্যাচ শেষ নিশ্চিই আক্ষেপে পুরেছেন ইডারসন।
এ জয়ে টানা ১০ ম্যাচে অপরাজিত থাকলো ম্যানচেস্টার ইউনাইটেড। আর হারে লিগ শিরোপার স্বপ্ন আরো ফিকে হয়ে গেছে ম্যানচেস্টার সিটি’র।
রিয়ালের সামনে সুযোগ ছিলো বার্সাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার। বেটিসের মাঠে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি জিদান শীষ্যরা। সিদনেই-তেইওরা তা হতে দেননি। মাঝে করিম বেনজেমার এক গোল ব্যবধানই কমিয়েছে মাত্র।
এদিকে, করোনায় জর্জরিত ইতালিতে, জুভেন্টাস-ইন্টার মিলানের বিগ ম্যাচের সাক্ষী দর্শক শূন্য গ্যালারী।
স্তব্ধ স্টেডিয়ামে প্রথমার্ধ ছিলো গোল শূন্য। তবে, দ্বিতীয়াধে ১২ মিনিটের ব্যবধানে অ্যারন রামসি ও পাওলো দিবালার দুই গোলে লন্ডভন্ড ইন্টার মিলান।