মৌলভীবাজার ও সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে পাঁচ’জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজার ও সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে পাঁচ’জনের মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে মেরাজ হোসেন নামে একটি প্রাইভেট সিকিউরিটি কোম্পানীর কর্মচারির মৃত্যু হয়েছে। সর্দি-জ্বর-কাশি ও গলা ব্যথাসহ করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেলো রাত ৯টায় মারা যান তিনি।
জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে এক বৃদ্ধসহ দুই জনের মৃত্যু হয়েছে। গেলো রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। স্বাস্থ্য বিধি মেনে তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে স্থানীয় প্রশাসন তাদের বাড়ি লকডাউন করেছে।






















