আজ মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণ ট্র্যাজেডির ২৫ বছর

- আপডেট সময় : ০৪:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণ ট্র্যাজেডির ২৫ বছর আজ। ১৯৯৭ সালের ১৪ জুন মধ্য রাতে মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণের দুইযুগ পেরিয়ে গেলেও বিস্ফোরণ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা কোন ক্ষতিপূরণ পায়নি। বনবিভাগ বলছে,এই গ্যাসকূপে অগ্নিকান্ডের পর দায়ের করা মামলাটি এখনও চলেছ। আর পরিবেশবিদ ও জনপ্রতিনিধি বলছেন, এই গ্যাসকূপ বিস্ফোরণে ১৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনায় ২৫ বছর পূর্তি আজ। ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে কূপে খনন চলাকালে বিস্ফোরণ ঘটে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যায় আশপাশ এলাকায় বসবাসরত খাসিয়াদের বসত বাড়ি। ক্ষতিগ্রস্থ হয় রেল ও সড়ক পথ। তদন্ত কমিটি একমাসের মধ্যে ৫’শ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট জমা দেয়। এই অগ্নিকান্ডে প্রায় ১৪ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও আজও ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্থরা। মার্কিন কোম্পানী অক্সিডেন্টাল পরে আরেক মার্কিন কোম্পানী ইউনোকলের কাছে দায়িত্ব দিয়ে বাংলাদেশ ছেড়ে যায়। ইউনোকল হাত বদল করে শেভরনের কাছে। একাধিকবার হাত বদল হলেও মাগুরছড়া গ্যাসকূপের ক্ষতিপূরণ দেয়নি কেউই।
খাসিয়াদের ৭টি বসত বাড়িসহ গ্রামের সব কিছু পুড়ে ছাই হলেও কোন ক্ষতিপূরণ পাননি বলে জানালেন খাসিয়া উপজাতির এই নেতা–
হাজার হাজার কোটি টাকার গ্যাস পুড়ে নষ্ট হলেও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করলেন এই জনপ্রতিনিধি।
মাগুরছড়া অগ্নিকান্ডে বন বিভাগ ২ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে অক্সিডেন্টালের বিরুদ্ধে মামলা করলেও আজও মামলার কোন সুরাহা হয়নি বলে জানালেন বন বিভাগের এই কর্মকর্তা।
মাগুরছড়া গ্যসকুপ বিস্ফোরণে ক্ষতিগ্রস্থরা অচিরেই ক্ষতিপুরণ পাবে এমনটাই প্রত্যাশা সকলের।