মৌলভীবাজারে পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় খামারীরা

- আপডেট সময় : ০৬:৫৫:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে করোনাকালে কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারীরা। এ বছর গরু মোটাতাজা করতে তাদের ব্যয়ও হয়েছে অনেক বেশি। তবে, ভারতীয় গরু না এলে খামারীরা লাভবান হবে বলে মনে করে প্রাণিসম্পদ বিভাগ। এদিকে, টাঙ্গাইলে ঢাকাই চলচ্চিত্রের নায়ক এবং ভিলেনের নামে নাম দেয়া দুটি গরু এখন আলোচনার তুঙ্গে। গরু দুটিকে প্রতিদিনই দেখতে ও কিনতে ভিড় করছেন অসংখ্য মানুষ।
ঈদকে সামনে রেখে এবারও দেশীয় জাতের গরু পালন করেছে মৌলভীবাজারের খামারিরা। কিন্তু, বিধিনিষেধের কারণে গরু বিক্রি নিয়ে দু:শ্চিন্তায় পড়েছেন তারা। চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি পশু রয়েছে জেলায়। ব্যক্তি পর্যায় ও খামারে এক লাখ ২০ হাজার গবাদি পশু মোটাতাজা করা হয়েছে। হাট না বসলে লোকসানের আশংকা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ এবং দাদন নিয়ে পশু পালন করেছে খামারিরা। পশু খাদ্যের দাম বাড়ায় এবার তাদের খরচও হয়েছে কয়েকগুন বেশি। করোনার কারনে হাট না বসায় বিক্রি নিয়ে সংশয়ে পড়েছে তারা। অনলাইনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হলেও, বিষয়টি জানেনা অনেক খামারি। এছাড়া, ভারতীয় গরু এলে লোকসানের শংকা করছে তারা। ঈদের আগ মূহুর্তে হাট বসলে ও আনলাইনে পশু বিক্রি হলে খামারিরা লাভবান হবে বলে মনে করে প্রাণিসম্পদ বিভাগ।
টাঙ্গাইলে সিনেমার নায়ক ও খলনায়কের নামে দুটি গরুর নাম রাখা হয়েছে। সাদা রঙের গরুটি দেখতে সুন্দর ও স্বভাবে শান্তশিষ্ট হওয়ায় “সাকিব খান” আর অন্যটি কালো ও দুষ্টু হওয়ায় “ডিপজল” নাম রাখা হয়েছে। ৩০ মণ ওজনের সাকিবের দাম ১৩ লাখ টাকা ও ৩১ মণের ডিপজলের জন্য ১২ লাখ টাকা চাওয়া হচ্ছে। গরু দুটি দেখতে প্রতিদিন ভিড় করছে নানা বয়সী মানুষ।
গরু দুটি লালন-পালন করে বাসাইলের মিরিকপুরের কলেজছাত্র জোবায়ের। করোনার থাবায় নায্য দাম নিয়ে চিন্তিত তিনি।
অনলাইনে গরু বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রাণিসম্পদ কর্মকর্তা।
এবার জেলায় চাহিদার তুলনায় বেশি গরু লালন-পালন করেছে খামারিরা।