মৌলভীবাজারে চা শ্রমিককে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৮৬৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাম্পারায় চা বাগানে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
মঙ্গলবার রাতে চা বাগানের ২৫ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গাছ থেকে আম পাড়া নিয়ে চাম্পারায় চা বাগানের সুমন গোয়ালার সাথে তার চাচা মনোহর গোয়ালা ও তার ছেলেদের কথাকাটাকাটি হয়। এ ঘটনায় সুমন গোয়ালা মঙ্গলবার অফিসে গিয়ে বিষয়টি জানিয়ে বিচার দাবি করলে ক্ষিপ্ত হন মনোহর গোয়ালা এবং তার দুই ছেলে বিশ্বজিত গোয়ালা ও সঞ্চিত গোয়ালা। পরে সুমন গোয়ালাকে একা পেয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। কমলগঞ্জ থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মযনাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।























