মৌলভীবাজারের বিনোদন স্পটগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে

- আপডেট সময় : ১১:৪৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ডিসেম্বরে লম্বা ছুটিতে মৌলভীবাজারের বিনোদন স্পটগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। কর্তৃপক্ষ বলছে, পর্যটন পুলিশের কঠোর নজরদারিতে পর্যটকরা নিরাপদে সর্বত্র ভ্রমণ করতে পারছেন।
বড়দিনের ছুটির সঙ্গে যোগ হয়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। বন্ধ স্কুল-কলেজও। ফলে বছরশেষের লম্বা ছুটির সুযোগে সপরিবারে পর্যটকরা ছুটছেন দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। আর এ সময় পর্যটন জেলা- মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। দুবাই ফান সিটিসহ বিভিন্ন স্পটগুলো যেন মিলনমেলায় পরিণত হয়েছে।
তীব্র শীত উপেক্ষা করে চায়ের রাজধানী- শ্রীমঙ্গলের বিটিআরআই, পাথারিয়া পাহাড় বেয়ে নেমে আসা দীর্ঘতম জলপ্রপাত মাধবকুণ্ড, কমলগঞ্জের হামহাম জলপ্রপাত, দেশের একমাত্র রেইন ফরেষ্ট- লাউয়াছড়া, মাধবপুর লেক, বর্ষিজোড়া ইকোপার্কে ঢল নেমেছে পর্যটকদের।
বিলুপ্তপ্রায় উল্লুক, লজ্জাবতী বানর কিংবা চশমাপরা হনুমানের খোঁজে বনের ভেতরে নীরবে নিঃশব্দে ঘুরছেন পর্যটকরা। তবে লোক সমাগম বেশি থাকায় সবাই এদের দেখা পাচ্ছেন না বলে জানালেন সংশ্লিষ্টরা। মানুষের আয় বাড়ায় দেশে বাড়ছে পর্যটকের সংখ্যা– যা গত ১০ বছরে বেড়েছে প্রায় ৫ গুণ।