মোহাম্মদপুর ও কাওরান বাজারে অভিযান : ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুর ও কাওরান বাজারে অভিযান চালিয়ে দুই নারীসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ইয়াবা খাওয়ার সরঞ্জামাদিসহ বেশকিছু গাজাও জব্দ করা হয়।
সকাল সাড়ে সাতটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুর থেকে দু’শ’ পিস ইয়াবাসহ মনির নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে সকালে শেরই বাংলা রোডের একটি বাসায় অভিযান চালানো হয়। এসময় ইয়াবা খাওয়ার সরঞ্জামাদিসহ মানিক নামে এক কারবারিকে গ্রেফতার করা হয়। এর আগে কাওরান বাজার থেকে গাঁজাসহ দুই নারীকে গ্রেফাতার করা হয়। ঢাকাকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপ-পরিচালক মেহেদী হাসান।