দরিদ্র ও অসহায় মানুষকে আর্থিক সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার সাথে যুক্ত হয়ে মোবাইলে জনপ্রতি আড়াই হাজার টাকা করে দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন। এই টাকা তুলতে সুবিধাভোগীদের বাড়তি কোন অর্থ খরচ করতে হবে না। এসময় প্রধানমন্ত্রী বলেন, যে কোন দুর্যোগ ও সংকটে আওয়ামী লীগ সব সময়েই জনগণের পাশে থাকে। গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধীদল চাই, কিন্তু আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলো সংকটে জনগণের জন্য কাজ করে না। তারা কেবল ক্ষমতা দখলের চেষ্টা করে।