মোনেম মুন্নার দুটি জার্সি বিক্রি হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকায়

- আপডেট সময় : ০৯:২১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এবার নিলামে বিক্রি হলো জাতীয় দলের ফুটবলারের জার্সি। দেশের কিংবদন্তী ফুটবলার মোনেম মুন্নার দুটি জার্সি বিক্রি হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকায়।
‘অকশন ফর অ্যাকশন’ নামক ফেসবুক পেইজে তার জার্সি নিলামে তোলা হয়। জাতীয় দলের হয়ে খেলা ২ নাম্বার জার্সিটি বিক্রি হয় তিন লাখ টাকায়। যেটি গায়ে প্রেসিডেন্ট গোল্ডকাপে চ্যাম্পিয়ন দলের হয়ে খেলেছিলেন মোনেম মুন্না। এই জার্সিটি কিনেছে দেশের একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান। জাতীয় দলের জার্সি ছাড়াও মুন্নার আবাহনীর হয়ে খেলা ১৩ নাম্বার জার্সিটিও বিক্রি হয়েছে। যা নিলাম ছাড়াই কিনে নেন এক ব্যাংক কর্মকর্তা। দেশের ফুটবলে ইতিহাসে তো বটেই, উপমহাদেশেরও সেরা ডিফেন্ডারদের একজন মোনেম মুন্না। দক্ষ নেতৃত্ব আর দুর্দান্ত পেশাদারিত্বের এক জ্বলন্ত উদাহরণ ছিলেন তিনি। যার হাত ধরে বাংলাদেশের ফুটবল পেয়েছিল অনন্য কিছু সাফল্য। এদিকে, মোনেম মুন্না ছাড়াও বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সি নিলামে তোলা হয়। যে জার্সি পড়ে ২০১৩ সালে সাফ ফুটবলের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। এটি বিক্রি হয়েছে ৫ লাখ ৫৫ হাজার টাকায়।