মোটরসাইকেল নিষিদ্ধ করায় পদ্মা সেতুর টোলপ্লাজায় কমে গেছে যানবাহন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করায় মাওয়া প্রান্তের টোলপ্লাজায় যানবাহন কমে গেছে।
সকাল থেকেই ছোট যানবাহন ও বাসের সংখ্যা ছিল খুবই কম। দুর্ঘটনার পর থেকে সেতু কর্তৃপক্ষ, পুলিশ,
সেনাবাহিনী এবং জেলা ম্যাজিস্ট্রেটের কার্যক্রম জোরদার করা হয়েছে।
কিছু মোটরসাইকেল টোল প্লাজার কাছে থাকলেও পদ্মা সেতুতে উঠতে পারছে না তারা। তবে, পিকআপ ভ্যানে করে মোটরসাইকেল নিয়ে অনেকে পাড়ি দিচ্ছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, বিধিনিষেধ থাকায় এখন পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পার হচ্ছে না।