মোখার মূল অংশ আঘাত হানবে মিয়ানমারের সিট্যুয়ের অঞ্চলে
																
								
							
                                - আপডেট সময় : ০১:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
 - / ১৮৩০ বার পড়া হয়েছে
 
ঘূর্ণিঝড় মোখার মূল অংশ আঘাত হানবে মিয়ানমারের সিট্যুয়ের অঞ্চলে। সাইক্লোনটি টেকনাফ থেকে ৫০ থেকে ৬০ কি.মি দূরবর্তী অঞ্চল দিয়ে অতিক্রম করায় বাংলাদেশের উপকূল অঞ্চলে ঝুঁকি কমে এসেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফ এলাকায় পরবর্তী ২৪ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পরিচালক আজিজুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশির ঝুঁকির মধ্যে রয়েছে মিয়ানমার। আবহাওয়া দপ্তরের বুলেটিন ১৯’এ বলা হয়, বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। বিকেল ৩টার মধ্যে এটি আঘাত হানতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।
																			
																		















