মে মাসের প্রথম সপ্তাহেই ২১ লাখ ডোজ টিকা আসবে : স্বাস্থ্যের ডিজি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, আগামী মে মাসের প্রথম সপ্তাহেই করোনা ভাইরাসের ২১ লাখ ডোজ টিকা আসবে। এর মধ্যে এক লাখ ডোজ টিকা দেবে কোভ্যাক্স। আর ২০ লাখ ডোজ দেবে সেরাম ইনস্টিটিউট। সকালে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচনা সভাশেষে সাংবাদিকদের এসব জানান তিনি। এসময় স্বাস্থ্যের ডিজি বলেন, যেহেতু টিকা শেষ হওয়ার আগেই পাওয়া যাচ্ছে, তাই কোনো সংকট হবে না। আর গণটিকাদানের কার্যক্রমও চলবে। খুরশীদ আলম বলেন, চীনের উপহারের টিকা নেয়া হচ্ছে। এটা প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত দেবে করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। এদিকে সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

















