মেহেরপুরে ৬শ’ ৩৯ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৮৩৯ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে ৬শ’ ৩৯ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, কাজিপুর থেকে একটি মিনিট্রাক যোগে কুষ্টিয়ায় ফেন্সিডিল ও গাঁজা পাচার করা হচ্ছে এমন সংবাদে হাড়াভাঙ্গা সেন্টার বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ট্রাক থামিয়ে কাজিপুর বুড়িপুতা এলাকার মিয়াজির ছেলে দুখু মিয়া, ছাতিয়ান গ্রামের হামিদুল ইসলামের ছেলে রানা ইসলাম ও এই গ্রামের সাহেদ আলীর ছেলে সাব্বিরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদ্রক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

 
																			 
																		






















