মেহেরপুরে ২০ প্রজাতির উন্নত ও উচ্চ ফলনশীল আলুবীজ চাষ
- আপডেট সময় : ০৯:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
মেহেরপুরে বিএডিসির উদ্যোগে দেশে প্রথমবারের মতো প্রদর্শনী প্লটের মাধ্যমে ২০ প্রজাতির উন্নত ও উচ্চ ফলনশীল আলুবীজ চাষ করা হয়েছে। পরীক্ষামূলক এই আবাদে সাফল্য এলে তা এলাকার চাষীদের মাঝে ছড়িয়ে দেয়া হবে। এতে ঘাটতি কমার পাশাপাশি আলু রপ্তানিও করা সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
কৃষিকে বানিজ্যিকীকরণের উদ্দেশ্যে মেহেরপুরে বিএডিসির উদ্যোগে দেশে প্রথমবারের মতো পরীক্ষামুলকভাবে আলু বীজ চাষের উদ্যোগ নেয়া হয়েছে। শহরের শালকীর মাঠে এক কৃষকের দুই একর জমিতে বাছাই করা ২০টি বিদেশি উচ্চ ফলনশীল জাতের আলু বীজ পরীক্ষামুলকভাবে চাষ করা হচ্ছে।
প্রদর্শনী প্লটে বহুমাত্রিক গুনাগুন যাচাইয়ে সফল হওয়ায় মাঠ দিবসের মাধ্যমে এই বীজের আলু আবাদে চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। বীজ দেখে স্থানীয় চাষীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
এই আলু শিল্পে ব্যবহার ও বিদেশে রপ্তানীযোগ্য। প্রচলিত জাতের চেয়ে দেড়গুণ বেশি ফলন পাওয়া যাবে বলে জানায়, বিএডিসির গবেষনা বিভাগ।
মাঠ পরিদর্শনে এসে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, এই বীজ চাষ করলে দেশে আলুর ঘাটতি থাকবেনা।
উৎপাদন বেশি হলে সরকারের পাশাপাশি চাষিও লাভবান হবে বলে আশা করেন তিনি।






















