মেহেরপুরে এবছর তুলার বাম্পার ফলনের আশা চাষীদের

- আপডেট সময় : ০৩:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / ১৭২০ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলায় এবছর তুলার বাম্পার ফলনের আশা করছেন চাষীরা। দাম নিয়ে চাষীদের মধ্যে শংকা থাকলেও বর্তমান বাজার দর ঠিক থাকলেই খুশি চাষীরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর তুলা গাছে ভাল গুটি ধরেছে। ফলে দাম পড়ে না গেলে আর্থিকভাবে লাভবান হওয়ার প্রত্যাশা চাষীদের।
মেহেরপুর জেলায় তুলা উন্নয়ন বোর্ডের চুয়াডাংগা জোনের আওতায় সদর ও কুষ্টিয়া জোনের আওতায় গাংনী উপজেলায় তুলা চাষ হয়। এবছর সদর উপজেলায় ২ হাজার ১৩৫ হেক্টর ও গাংনী উপজেলায় ২ হাজার ১শ’ হেক্টর জমিসহ জেলায় মোট ৪ হাজার ২৩৫ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। গতবছর ভাল দাম থাকায় এবার আগের তুলনায় ২শ’ হেক্টর বেশি জমিতে তুলার চাষ হয়েছে। এবারের দাম নির্ধারণ না হলেও গতবছরের মণপ্রতি ৩ হাজার ৮শ’ টাকায় বিক্রি হওয়া দর এবার ঠিক থাকলেই লাভবান হবে বলে আশা করছেন চাষীরা।
চাষীরা জানান, এবার বিঘাপ্রতি তুলা চাষে খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। বিঘাপ্রতি ১৮ থেকে ২০ মণ ফলনে, তুলা বিক্রি করে অন্তত এক লক্ষ টাকা আয়ের আশা চাষীদের। তুলা চাষ সফল করতে মাঠ পর্যায়ে চাষীদের প্রশিক্ষণ দেয়ার কথা জানালো তুলা উন্নয়ন বোর্ড। পাশাপাশি রোগবালাই প্রতিরোধে দেয়া হয় পরামর্শ। তুলা উন্নয়ন বোর্ডের মাধ্যমে কৃষি মন্ত্রণালয় তুলা চাষ বৃদ্ধিতে নিয়েছে নানা পদক্ষেপ। সরকার তুলাবীজ রোপণের মেশিন সরবরাহ করলে তুলা চাষের খরচ কমে বাড়বে তুলা চাষ বৃদ্ধি।