মেহেরপুরে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পানে ব্যাপক ক্ষয়-ক্ষতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
মেহেরপুরে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পানে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ভেঙ্গে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুটি। ক্ষতিগ্রস্ত হয়েছে পাট,আম,লিচু কলাসহ নানা ফসলের ক্ষেত। গাছ থেকে ঝরে পড়েছে ৩০ শতাংশ আম। লিচুতে ধরেছে ফাটল। ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে চাষীরা।
দমকা হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টিতে বৃহস্পতিবার সকাল থেকেই মেহেরপুরে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব পড়তে শুরু করে। রাতে এটি আরো শক্তিশালী হয়ে ব্যাপক তাণ্ডব চালায় জেলা জুড়ে।আম্পানের আঘাতে ভেঙ্গে পড়েছে কাঁচা ঘরবাড়ি, গাছ ও বৈদ্যুতিক খুটি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুত ব্যবস্থা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আম ও লিচু বাগান। শুধু আম ও লিচুই নয়। ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের ফসলেও। ভেঙ্গে পড়েছে কলার গাছ। ফলে মাঠেই নষ্ট হচ্ছে কলার কাদি।