মেহেরপুরের সাহারবাটি গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৭৭৭ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ফিল্মি স্টাইলে বোমা নিক্ষেপ করা হয়েছে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে সকালে পুলিশের উপস্থিতিতে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। আধিপত্য দেখাতে পর পর ৫টি বোমার বিষ্ফোরণ ঘটায় তারা। সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুই জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বোমা নিক্ষেপের ঘটনায় একে অপরকে দায়ী করছেন উভয় পক্ষের নেতারা। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।
























