মেহেরপুরের গাংনীতে চিকিৎসা নিতে আসা নিখোঁজ ভিক্ষুক জোহরা খাতুনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে চিকিৎসা নিতে আসা নিখোঁজ ভিক্ষুক জোহরা খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে উপজেলা পরিষদের মধ্যে আনসার ভিডিপি অফিসের সামনে থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। জোহরা খাতুন গাংনী উপজেলার রাইপুর গ্রামের মৃত তাহাজ উদ্দীনের মেয়ে। পুলিশ জানায়, সকালে কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার খলিশাখুন্ডি বাজার এলাকায় ভিক্ষা করতে গিয়ে পাখি ভ্যানের ধাক্কায় আহত হয়। পরে এক ভ্যান চালক চিকিৎসার জন্য তাকে গাংনী রাজা ক্লিনিকে নিয়ে যায়। এরপর সেখান থেকে ভ্যান চালক ও ভিক্ষুক জোহরা খাতুন নিখোঁজ হন। সকালে স্থানীয়রা উপজেলা পরিষদের সামনে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে।
















