মেসি-সুয়ারেজের নতুন মিশন

- আপডেট সময় : ০৩:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বার্সেলোনায় সোনালি যুগের সঙ্গী ছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ক্লাব ফুটবলের সেই দুরন্ত অধ্যায় শেষে বর্তমানে তারা একসঙ্গে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। তবে এবার মাঠের বাইরেও এক হলেন দুই কিংবদন্তি—উরুগুয়েতে গড়ে তুললেন নিজেদের ফুটবল ক্লাব।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় আর্জেন্টিনার মহাতারকা মেসি ও উরুগুয়ের গোলমেশিন সুয়ারেজ জানান, তারা যৌথভাবে একটি নতুন ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করেছেন, যা উরুগুয়ের ফুটবলের চতুর্থ স্তরের লিগ থেকে যাত্রা শুরু করবে।
নতুন এই ক্লাবের নাম ও বিস্তারিত পরিচিতি এখনও জানানো হয়নি, তবে দুই বন্ধুর এই উদ্যোগ ফুটবল বিশ্বে ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। ফুটবলের প্রতি তাদের ভালোবাসা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুযোগ করে দেওয়ার এ চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।
মেসি ও সুয়ারেজ দু’জনই ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে ভবিষ্যতের ফুটবল উন্নয়নে নিজ নিজ দেশের জন্য অবদান রাখার কথা আগেই জানিয়েছিলেন। এবার বাস্তবরূপ পেলো সেই স্বপ্ন।