মেসির জোড়া গোলে টানা চার ম্যাচ পর স্প্যানিশ লা লিগায় জিতেছে বার্সেলোনা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
লিওনেল মেসির জোড়া গোলে টানা চার ম্যাচ পর স্প্যানিশ লা লিগায় জিতেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুয়ে রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়েছে রোনাল্ড কোমানের দল।
লিওনেল মেসিকে বেঞ্চে রেখেই দল সাজিয়েছিলেন রোনান্ড কোমান। ম্যাচের ২২ মিনিটে ওসমান ডেম্বেলের অসাধারণ গোলে লিড পায় বার্সেলোনা। ফার্স্ট হাফের শেষের দিকে এসে গোল শোধ করে দেয় বেতিস। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের ব্যবধানে বেতিসের জালে আরো দুবার বল জমা করেন আতোয়ান গ্রিজমান আর লিওনেল মেসি। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা। ৭৩ মিনিটে আরো এক গোল শোধ দিয়ে খেলা জমিয়ে দেয় রিয়াল বেতিস। তবে মেসির জোড়া পুরণ আর পেদ্রির গোলে পাঁচ দুইয়ের বড় জয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।