মেসিবিহীন বার্সেলোনাকে ২-১ গোলে হারালো রিয়াল মাদ্রিদ

- আপডেট সময় : ১২:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় মেসিবিহীন বার্সেলোনাকে ২-১ গোলে হারালো রিয়াল মাদ্রিদ। এ জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে খেলতে নামে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। বল দখলে এগিয়ে থাকলেও রিয়ালের ওপর আধিপত্য দেখাতে পারেনি রোনাল্ড কোম্যানের দল। ম্যাচে প্রথম উত্তেজনা ২১ মিনিটে। ভিনিসিয়াস বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন জানায় বার্সা। রেফারি কর্ণপাত করেননি। ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। দারুণ এক কাউন্টার অ্যাটাকে বার্সার বক্সে নেয়ার পর রদ্রিগোর পাসে দুর্দান্ত এক গোল করেন আলাবা। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০’তে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা। খেলায় নাটকীয়তা আসে ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ে। ম্যাচের ৯৪ মিনিটে ভাজকুয়েজ গোল দিলে ২-০ তে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। এরপর ৯৮ মিনিটে সার্জিও আগুয়েরো বার্সার জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পেলে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।