মেজর সিনহাকে হত্যার মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ

- আপডেট সময় : ০২:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে হত্যার মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ। তার নির্দেশেই সিনহাকে গুলি করে হত্যা করে ঐ থানার বরখাস্তকৃত এসআই লিয়াকত আলী
রেবের তদন্তকারী কর্মকর্তা সিনিয়র এএসপি খাইরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এসময় তিনি আরো জানান, চার্জশিটে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে রাজিব দে নামে এক পুলিশ সদস্য পলাতক রয়েছে। বাকি ১৪ জন কারাগারে। সকালে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে চার্জশিট জমা দেন তিনি। অন্যদিকে মামলাটি অবৈধ দাবি করে বাতিল চেয়ে প্রধান আসামী পরিদর্শক লিয়াকত আলীর আইনজীবীর দায়ের মামলার পূর্ণাঙ্গ শুনানীরও নির্ধারিত দিন আজ। গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ী তল্লাশীকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাখেদ খান। এ ঘটনায় তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন।