মেজর (অব.) সিনহা হত্যাকান্ডে দোষ স্বীকার করে জবানবন্দি আসামী নন্দদুলাল রক্ষিতের

- আপডেট সময় : ০৮:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৭৭৭ বার পড়া হয়েছে
মেজর (অব.) সিনহা হত্যাকান্ডে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মামলার অন্যতম আসামী বরখাস্ত সাব-ইন্সপেক্টর নন্দদুলাল রক্ষিত। টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে চতুর্থবারের মতো আরও একদিনের রিমান্ডে নিয়েছে র্যাব। একই পরিবারের তিনজনকে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে ওসি প্রদীপসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে আরও একটি মামলা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে পুলিশের বরখাস্ত সাব-ইন্সপেক্টর নন্দদুলালকে আদালতে আনা হয়।র্যাবের কড়া নিরাপত্তায় প্রায় চার ঘন্টা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র কাছে স্বীকারুক্তিমুলক জবানবন্দি দেন তিনি।
দুপুরের দিকে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে আনা হয় আদালতে। চতুর্থ দফায় তাকে একদিনের রিমান্ড দেয় আদালত।
দফায় দফায় টানা রিমান্ড নিয়ে ক্ষোভ জানায়, আসামী পক্ষের আইনজীবী।
এছাড়া, ৫০ লাখ টাকা চাঁদা না দেয়ায় দুই সহোদরসহ একই পরিবারের তিনজনকে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে ওসি প্রদীপসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে আরও একটি মামলা হয়েছে।