মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে ডাকাতির সময় ১ জন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চাঁদপুর মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে ডাকাতির সময় একজনকে আটক করেছে পুলিশ।
সকাল সাড়ে নয়টায় লঞ্চটি রাজরাজেশ্বরের মান্দার বাজার এলাকায় লঞ্চটি পৌঁছালে ১৭-১৮ সদস্যদের একটি ডাকাত দল স্পিড বোর্ড নিয়ে লঞ্চে হামলা চালায়। এসময় তারা কয়েকজন যাত্রীকে চড় থাপ্পড়, চা-পাতি ও দেশীয় অস্ত্র দেখিয়ে যাত্রীদের সাথে থাকা স্বর্ণালংকার নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। কিন্তু যাওয়ার সময় ডাকাত দলের সদস্য বিল্লাল হোসেন খানকে রেখেই অন্যরা পালিয়ে যায়। এ সময় যাত্রীরা তাকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে নৌ পুলিশের সদস্যরা এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।