মুশফিক-মমিনুলের ব্যাটি দৃঢ়তায় ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
মুশফিক-মমিনুলের ব্যাটি দৃঢ়তায় ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। তৃতীয় দিনে দিনে ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ৪৩০ রান।
তৃতীয় দিনের শুরুতেই জিম্বাবুয়ের বিপক্ষে লিড নিয়েছে বাংলাদেশ। ৩ উইকেটে ২৪০ রান এদিন খেলা শুরু করে টাইগাররা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মমিনুল ও মুশফিকের ব্যাটে তৃতীয় দিনের শুরুটা নিজেদের করে নেয় স্বাগতিকরা। ৭৯ রানে অপরাজিত থাকা মমিনুল এদিন তুলে নিয়েছেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। আউট হওয়ার আগে ১৩২ রান আসে তার ব্যাট থেকে। সেই সঙ্গে মুশফিকের সাথে ভাঙে ২২২ রানের জুটি। সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিমও। ক্যারিয়ারের সপ্তম শতক তুলে নেন এই উইকেটরক্ষক। এর আগে, প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে ২৫ রানে পিছিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ।