মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা
- আপডেট সময় : ১২:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আজ ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত নির্বাচনী বাছাই ও যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে বিএনপি’র চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই শেষে তা সম্পূর্ণ বৈধ বলে ঘোষণা করেন।
এই ঘোষণার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ ও আশাবাদ সৃষ্টি হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তারা আশা প্রকাশ করেন, বিএনপি’র চূড়ান্ত মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের নেতৃত্বে এলাকায় গণতন্ত্র পুনরুদ্ধার, উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী হবে।
মনোনয়ন বৈধ ঘোষণার পর বিএনপি নেতাকর্মীরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)









