মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশাল ও সিরাজগঞ্জে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৬৭১ বার পড়া হয়েছে
বিতর্কিত মন্তব্য করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুই জনের বিরুদ্ধে বরিশাল ও সিরাজগঞ্জে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা হয়েছে।
বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক আবুল কালাম আজাদ এ মামলা করেন। সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি হয়। এছাড়া সিরাজগঞ্জে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলী আদালতে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বাদি হয়ে আরেকটি মামলা করেন। খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার ঘটনায় সংক্ষুব্ধ হয়ে মামলা করার সিদ্ধান্ত নেয় বিএনপির স্থায়ী কমিটি।


























