মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ১৭৬১ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতরাতে উপজেলার বাউশিয়া পাখির মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চালক সবুর হোসেন ও অপরজন অজ্ঞাত। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে দু’জন ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশে পৌঁছালে মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয় একটি বেপরোয়া গতির গাড়ি। এতে ঘটনাস্থলে চালক সবুর নিহত হন। গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলার এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

















