মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলায় সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি

- আপডেট সময় : ০৮:৫৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
- / ১৬১৩ বার পড়া হয়েছে
আলোচিত মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন গুলশান থানা পুলিশ। ২৯ জুলাই এই প্রতিবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গত ১৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক আবুল হাসান আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কলেজছাত্রী মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৯ জুলাই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।চলতি বছরের ২৬ এপ্রিল গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।