মুজিব বর্ষ উপলক্ষ্যে বরিশাল বিভাগে পুলিশের ১০ হাজার গাছের চারা রোপন কর্মসূচী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
মুজিব বর্ষ উপলক্ষ্যে বরিশাল বিভাগ জুড়ে ফলদ, বনজ ও ঔষধী গাছের ১০ হাজার চারা রোপন কর্মসূচী শুরু করেছে পুলিশ।
বেলা সাড়ে ১১টায় বরিশাল জেলা পুলিশ লাইন্সে ফলদ ও ঔষধী গাছের চারা রোপন করে এই কর্মসূচীর উদ্বোধন করেন ডিআইজি মো. শফিকুল ইসলাম। পুলিশ সুপার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিআইজি বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে বরিশাল বিভাগের ৬ জেলায় ফলদ, বনজ ও ঔষধী গাছের ১০ হাজার চারা রোপন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এই কর্মসূচীর আওতায় বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় ফলদ, বনজ ও ঔষধী গাছের ২ হাজার চারা রোপন করা হবে। এর ফলে সবুজ বাংলাদেশ বিনির্মান আরও একধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা ডিআইজি’র।



















