মুজিববর্ষ নিয়ে ব্যস্ত থাকায় করোনা প্রতিরোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি :মির্জা ফখরুল

- আপডেট সময় : ০২:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
মুজিববর্ষ নিয়ে ব্যস্ত থাকায় করোনা প্রতিরোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদাসীনতায় চুয়াত্তুরের মতো গণমৃত্যু হলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। করোনার কারণে দলের ঘোষিত সব কর্মসূচিও স্থগিত করেন বিএনপি মহাসচিব।
করোনা প্রতিরোধ প্রস্তুতিতে সরকারের ব্যর্থতা ও দলীয় অবস্থান তুলে ধরতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে লিখিত বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ভয়াবহতা বিবেচনা করে প্রস্তুতি নিতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার।
আক্রান্তের তথ্য ঘোষণায় গড়িমসি, রোগ সনাক্তকরণে অপর্যাপ্ত যন্ত্রপাতি ও প্রশিক্ষণ এবং অপরিকল্পিত হাসপাতাল ব্যবস্থাপণার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার মুক্তি দাবিতে নেয়া কর্মসুচি স্থগিতও করেন তিনি।
করোনা প্রতিরোধে গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। জনগণের পাশে থেকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনে দলের নেতা-কর্মীদের আহবান জানান, মির্জা ফখরুল।