মুক্তি পেয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়া গান ‘বাবা তুমি’
- আপডেট সময় : ০৩:৫৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বাবা দিবসে মুক্তি পেয়েছে ব্রিটিশ এশিয়ান গায়িকা জয়ীতা চঞ্চু তাঁর মৌলিক গান বাবা তুমি। এই গানটি তাঁর প্রয়াতপিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি, যিনি ছিলেন তাঁর প্রথম সংগীত গুরু।
গানটির প্রতিটি কথায় ও সুরে ফুটে উঠেছে এক মেয়ের বাবাকে হারানোর কষ্ট, ভেসে উঠেছে ভালোবাসা, কৃতজ্ঞতা ও শিল্পীর সংগীত জীবনের ভিত্তি। ‘বাবা তুমি’ শুধুই একটি গান নয়, এটি অনেকের জীবন গল্প-যেখানে একজন বাবা তাঁর সন্তানের জীবনে অনুপ্রেরণার প্রতীক।
এই বিশেষ গানটি লিখেছেন বাংলাদেশের খ্যাতিমান লেখক অনিক খান, যিনি দীর্ঘদিন ধরে ‘উন্মাদ’ ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক হিসেবে পরিচিত। গানটির মূল সুর ও প্রাথমিক সংগীতায়োজন করেন রিয়াদ হাসান ও তাঁর টিম, যার অন্যতম সদস্য ছিলেন সৈয়দ সুজন। তবে বর্তমানে সংগীতায়োজনটি করেছেন ধ্রুব ভট্টাচার্য।
জয়েতা চঞ্চু বলেন, ‘এই গানটি আমার জীবনের সবচেয়ে বড়ব্যক্তিগত সৃষ্টি। বাবা ছাড়া আজকের আমি হই না। তিনি শুধু আমারসংগীত গুরুই নন, ছিলেন আমার সবচেয়ে বড় ভক্ত। তাঁর স্মৃতিকেআমি এই গানের মাধ্যমে ধরে রাখতে চেয়েছি।’
শ্রোতারা ইতিমধ্যেই গানটির ছোট্ট ঝলক শুনে অভিভূত। গানটির প্রশংসা করেছেন অনেকেই, সেই সাথে জয়ীতা চঞ্চুরগায়কীর। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রয়াত পিতার প্রতিআবেগ শেয়ার করছেন, কেউ লিখছেন, ‘শুনে চোখে জল চলে এসো, কেউ বা বলছেন, ‘প্রিয় বাবার মুখটা মনে পড়ে গেল।’
জয়ীতা চঞ্চুর সংগীতের যাত্রা শুরু হয় শৈশবেই। একজন শিশুশিল্পী হিসেবে তিনি পেয়েছেন বহু জাতীয়পর্যায়ের পুরস্কার—জাতীয় শিশু শিল্পী পুরস্কার প্রতিযোগিতা (নতুনকুঁড়ি), জাতীয় শিক্ষা সপ্তাহ ও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায়স্বর্ণপদক অর্জন করেন। তিনি ছিলেন নজরুলগীতি, উচ্চাঙ্গসংগীতএবং দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় ধারাবাহিক বিজয়ী।
২০০৪ সালে বাংলাদেশ টেলিভিশন (BTV) ও বাংলাদেশ বেতারেনজরুলগীতি শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। তবে পরবর্তীতেবিদেশে অভিবাসনের কারণে বাংলাদেশি গণমাধ্যমে তাঁর সক্রিয়উপস্থিতি সীমিত হয়ে পড়ে। তবে সংগীতের সাথে সম্পর্ক কখনও ছিন্নহয়নি।
‘বাবা তুমি’ গানটি প্রকাশিত হয়েছে জয়ীতা চঞ্চুর নিজস্ব ইউটিউব চ্যানেল এবং সকল বড় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে। সংগীতটি অ্যাপল মিউজিক, আইটিউনস, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক, স্পটিফাইসহ বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে।
এটি কেবলমাত্র একজন শিল্পীর ট্রিবিউট নয়, বরং প্রতিটি পিতাহারা সন্তানের হৃদয়ের গভীরতম অনুভবের প্রতিচ্ছবি, বিশেষ করে যারাপ্রবাসী এবং দূরত্ব যাদের কাছে অভিশাপের মতো। সংগীতের পাশাপাশি পেশাগত জীবনে জয়ীতা চঞ্চু সফলতার সঙ্গেকাজ করছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যখাতে। বর্তমানে তিনি National Health Services (NHS), UK-তে Chief Cardiac Physiologist হিসেবে দায়িত্ব পালন করছেন।
















