মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে রাজবাড়ীতে জাদুঘর

- আপডেট সময় : ১০:৫২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করাসহ মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে ১৮ বছর আগে রাজবাড়ীতে জাদুঘর গড়ে তোলেন সাবেক ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস। এখানে এসে অনেকেই জানতে পারছেন মুক্তিযুদ্ধের নানা ইতিহাস। জাদুঘরটি সরকারিকরণের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।
গোলাম মোস্তফা গিয়াস একজন মুক্তিযোদ্ধা। ২০০১ সালে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে ও বাস্তবায়নে নিজ বাড়ির আঙিনায় আড়াই শতক জমির উপর এ জাদুঘরটি স্থাপন করেন তিনি । রাজবাড়ী জেলার স্বাধীনতা সংগ্রাম, জেলার মুক্তিযোদ্ধাদের পরিচিতিমূলক ছবি, মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারকসহ ভারতীয় কল্যানী ক্যাম্পের কিছু দূর্লভ ছবি, প্রচীনযুগ, জাতির পিতা গ্যালারী, ভাষা সৈনিক সাবেক সাংসদ ওয়াজেদ চৌধুরী গ্যালারী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী হেদায়েত হোসেন গ্যালারী, সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৯ এর গণ অভ্যুথান, মুক্তিযুদ্ধের ৯ মাস, বিভিন্ন পত্র-পত্রিকার কাটিংসহ পাঁচশ’র বেশি আলোকচিত্র স্থান পেয়েছে এ মুক্তিযুদ্ধ যাদুঘরে।
মুক্তিযুদ্ধ ট্রাস্টসহ বিবিসির প্রতিনিধিদের পরির্দশনের পর ২০০৯ সালের ৮ ডিসেম্বর স্থানীয় সংসদ সদস্যসহ বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এছাড়া সপ্তাহের প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হয় জাদুঘরটি।
ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা দেশের একমাত্র মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর এটি। এর প্রসারে সরকারি পৃষ্ঠ-পোষকতার দাবি জানিয়েছেন স্থানীয়রা।