মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার।
গণতন্ত্রে বিশ্বাস রাখে না বলেই বেগম জিয়াকে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। গণতন্ত্রমনা শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২৪ মার্চ কালো দিবস উপলক্ষে ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সুনামগঞ্জের সাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনায় যুবলীগের নেতা গ্রেফতার হওয়ার পর কারা সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করছে তা প্রমাণিত।