মিয়ানমার আবারো সীমান্তে বোমা ছুঁড়লে আন্তর্জাতিক ফোরামে জানানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৭:২৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
মিয়ানমার যদি আবার বাংলাদেশে বোমা ছোঁড়ে, তবে তা আন্তর্জাতিক ফোরামে জানানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিবাদেই খুব শিগগিরই সংযত হবে মিয়ানমার। দুপুরে ঢাকায় এক সেমিনারে সাংবাদিকদের তিনি একথা বলেন।
গেলো এক সপ্তাহ যাবত মিয়ানমার সীমান্ত বাহিনীর ছোড়া গোলা, বোমা এসে পড়ছে বাংলাদেশ সীমান্তে। এ নিয়ে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়ে সেদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে সরকার।
সাম্প্রতিক সময়ের এ ইস্যুতে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতীয় জাদুঘরে এক সেমিনার শেষে এ তথ্য সাংবাদিকদের বলেন, খুব শিগগিরই এ বিষয়ে মিয়ানমার সংযত হবে নিশ্চয়ই।
এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার বিষয়টিতে। পিবিআই প্রধানসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাবুল আক্তার যে অভিযোগ করেছেন সেগুলো বাস্তবসম্মত কি না, তার তদন্ত চলছে।
বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে হামলা এবং পরবর্তীতে মামলার যে অভিযোগ তা একেবারেই ভিত্তিহীন বলে দাবী করেন স্বরাষ্ট্রমন্ত্রী।