মিয়ানমারে ফিরে যেতে উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
মিয়ানমারে ফিরে যেতে উখিয়া ক্যাম্পে বিক্ষোভ শুরু করেছে রোহিঙ্গারা। সকাল থেকে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মাতৃভূমিতে ফিরে যেতে সাহায্য চেয়ে বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেন হাজারো রোহিঙ্গা। মিছিল থেকে জাতিসংঘ এবং বিশ্ব সম্প্রাদায়ের সহযোগিতা চান তারা। মিছিলগুলো ক্যাম্পের প্রধান সড়ক ঘুরে স্থানীয় একটি মাঠে গিয়ে শেষ হয়। দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন বাতিল, নিজ গ্রামে পুনর্বাসন, অধিকার-নিরাপত্তা নিশ্চিত এবং রাখাইন রাজ্যে আইডিপি ক্যাম্প বন্ধের দাবি করেন বিক্ষোভকারীরা। এদিকে, ক্যাম্পগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।