মিলেনিয়াম স্যাংইয়ং মটরস নিয়ে এল সম্পূর্ণ নতুন মডেলের অল নিউ কোরান্ডো ২০১০ এসইউভি
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মিলেনিয়াম স্যাংইয়ং মটরস দেশের বাজারে নিয়ে এল সম্পূর্ণ নতুন মডেলের অল নিউ কোরান্ডো ২০১০ এসইউভি।
বিকেলে ঢাকার মিলেনিয়াম সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন মডেলের এই এসইউভি ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হয়। এসময় মিলেনিয়াম স্যাংইয়ং মটরসের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাব মাহমুদ বলেন, দেশে রিকন্ডিশন গাড়ির পাশাপাশি নতুন গাড়ির চাহিদা বেড়েছে। তাই গ্রহকদের কথা চিন্তা করে সম্পূর্ণ নতুন মডেলের কোরান্ডো গাড়িটি বাজারে নিয়ে আসার কথা জানান। তিনি আরো জানান, নতুন এই গাড়ি সবদিক থেকেই শক্তিশালী এবং অনন্য। ১৬৩ হর্সপাওয়ার এবং ১৫০০ সিসির টারবো চার্জড ইঞ্জিন সমৃদ্ধ এই মডেলের গাড়িটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সুবিধাদি। গ্রাহকদের জন্য আকর্শনীয় অফার রয়েছে বলেও জানান মিলেনিয়াম কর্তৃপক্ষ।
















