মির্জা ফখরুলের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

- আপডেট সময় : ০৯:৩৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সমাবেশে সরকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন , মির্জা ফখরুলের উচিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে মার্কিন সম্পর্ক আরও উন্নত করা। মানবাধিকার নিয়ে ভুল তথ্য ছড়ানো ব্যক্তিদের মিথ্যাচার প্রমাণিত হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ ও যুক্তরাষ্ট্র সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চট্টগ্রামে দেয়া বাংলাদেশের প্রতি নিষেধাজ্ঞা দিতে বিদেশিদের আহ্বান জানানোর বিষয়টির কঠোর সমালোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের মানবাধিকার পরিষদে বিপুল ভোটে জয়ের মাধ্যমে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যারা ভুল তথ্য ছড়ায় তাদের মিথ্যাচার প্রমাণ হয়েছে ।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে সর্বোচ্চ ১৬০ ভোট পেয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।