মিরপুর-১০ নম্বর গোলচত্বরে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছে পোশাক শ্রমিকরা

- আপডেট সময় : ০৬:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ২০৪০ বার পড়া হয়েছে
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে পোশাক শ্রমিকরা। সকালে আশপাশের ভিশন গার্মেন্ট, জুকি, লোডস্টার, সারশ, পলকা, এমবিএম গার্মেন্টসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে এসে সড়ক অবরোধ করে।
সকাল থেকেই মিরপুর ১০ নম্বরে এসে জড়ো হতে থাকেন পোশাক কর্মীরা। এক পর্যায়ে সড়ক বন্ধ করে দেন তারা। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গার্মেন্টের শ্রমিকরা বলেন,বর্তমান বেতনে সংসার চলে না। মালিক কিংবা সরকার কেউ কথা শোনে না, তাই রাস্তায় নেমেছে বেতন বাড়ানোর দাবিতে। ব্যবসায়ী, গার্মেন্ট মালিক সবাই এক। তারা তাদের লাভ দেখেন। শ্রমিকের সংসার কীভাবে চলে, তা নিয়ে তাদের মাথাব্যথা নাই। এদিকে মিরপুর-১০ নম্বার গোলচত্বর, ১৩ ও ১৪ নম্বারে সব গার্মেন্ট বন্ধ রাখা হয়েছে। শ্রমিকরা পল্লবী, ইনডোর স্টেডিয়ামের সামনের রাস্তা, কচুক্ষেতসহ আশ পাশের সব সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তাদের কোন তৎপরতা দেখা যাচ্ছে না। সড়ক অবরোধে নাকাল স্কুল কলেজ শিক্ষার্থীসহ অফিসগামী যাত্রীরা।