মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া সীমান্তে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ফারুক। এর মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক।দুপুরে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা প্রণয় রুদ্র জানান, আহতদের মধ্যে ফারুকের শরীরে তিনটি গুলি লেগেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন জানান, মাছ ধরার জন্য ১০ জন জেলে নাফ নদীতে যান। এ সময় তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে বিজিপি। এতে দুজন গুলিবিদ্ধ হয়। জেলেরা বাংলাদেশের জলসীমায় ছিলেন বলে দাবি তাদের।