মিনিবাস-সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় গেটম্যান আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৮১৮ বার পড়া হয়েছে
নগরের খুলশী থানার ঝাউতলা এলাকায় রেলক্রসিংয়ে মিনিবাস-সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় ঝাউতলার গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়াকে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হলেও যেহেতু রেল পুলিশ মামলার তদন্ত করছে, তাই তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর নগরের ঝাউতলা এলাকায় রেলক্রসিংয়ে বাস- ডেমুট্রেন ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত ও ৬ জন আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ৫ সদস্যের আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। একই দিন রাতে রেলওয়ে পুলিশ বাদী হয়ে বাসচালকের নাম উল্লেখ করে মামলা করেন।