মিতু হত্যাঃ বাবুল আক্তারকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০১:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের চাঞ্চল্যকর মিতু হত্যার ঘটনায় তার স্বামী বরখাস্ত হওয়া সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন মিতুর বাবা মোশারফ হোসেন। আজ সকালে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন তিনি।
এর আগে টানা ৪ বছরের তদন্তে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় বাবুলের সংশ্লিষ্টতার প্রমাণ পায় পিবিআই। সকালে তাকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। দিনভর জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় তাকে হেফাজতে নেয়ার কথা জানায় তদন্তকারী কর্মকর্তা। মিতু হত্যার আগের মামলায় বাবুল আক্তার নিজেই বাদী হওয়ায় ওই মামলায় তাকে গ্রেফতার দেখাতে আইনগত জটিলতা তৈরী হয়। তাই নতুন মামলা দায়েরের পর এই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বাবুল আকতারকে আদালতে তোলার কথা জানিয়েছে পিবিআই। ২০১৬ সালের ৫ জুন ভোরে সন্তানকে স্কুলে নেয়ার সময় চট্টগ্রামের জিইসি মোড়ে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে। ওই ঘটনায় বাবুল আক্তার নিজেই বাদী হয়ে মামলা করে। কিন্তু পরবর্তীতে পুলিশি তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে বাবুলের সোর্সদের জড়িত থাকার প্রমাণ মেলে। পরবর্তীতে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হয় বাবুল আক্তারকে।























