মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য বিএনপি নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে মেতেছে : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য বিএনপি নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে মেতেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক কনফারেন্স শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের নামে পুলিশের সঙ্গে হামলা সংঘর্ষে জড়িয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। দলটি আবারো আগুন সন্ত্রাসে মেতে উঠবে বলেও মনে করেন আওয়ামী লীগের এই নেতা।
তিনি আরো বলেন, নির্বাচন হলে শেখ হাসিনা সরকারকে হটাতে পারবে না বলেই এই অপতৎপরতায় নেমেছে দলটি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তাদের উপর হামলা হচ্ছে এমন অপপ্রচার চলছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির সবধরনের অপচেষ্টাকে রাজপথে প্রতিহত করা হবে। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে এ জবাব দেবেও বলে মন্তব্য করেন তিনি