মিছিল-সমাবেশসহ নানা আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন

- আপডেট সময় : ০৭:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
মিছিল-সমাবেশসহ নানা আয়োজনে বরিশাল, বাগেরহাট ও কুষ্টিয়ায় শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন।
শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবীতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা। একই স্থানে এর আগে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের জেলা সভাপতি এ কে আজাদসহ অন্যরা বক্তব্য রাখেন।
মহান মে দিবসে বাগেরহাট জেলার ২১টি ট্রেড ইউনিয়নের ৬ হাজার ৩শ’ শ্রমিককে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বাগেরহাট পৌরসভা চত্বরে সকালে ট্রেড ইউনিয়নের কর্মকর্তাদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, পৌর মেয়র খান হাবিবুর রহমান ও কাউন্সিলর আবুল হাশেম শিপনসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সীমিত পরিসরে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন। বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগ নেতা আমজাদ আলী খান, এইচ এম মতিউর রহমান ও মেহেরুন নেছা বিউটিসহ অন্যান্য নেতা-কর্মীরা।